Sunday, February 14, 2016

শর্ট টিপস #৩ - অ্যামাজন নিশ রিসার্চ

নতুন কোন নিশ পেলে ধুপধাপ কাজ শুরু করে না দিয়ে গোল্ড মাইনারদের মতো সেটার ডিপে যাওয়ার চেষ্টা করুন।
কিভাবে?
ধরুণ, আজকে আপনি একটি নিশ পেলেন "ক"। এখন এই "ক" নিয়ে অন্তত ৭ দিন পড়াশোনা করুন।
দেখুন রিলেটেড কোন উইকিপিডিয়া পেইজ আছে কিনা, থাকলে পুরো লেখাটা পড়ে নিন। অনেক কিছুই অজানা মনে হবে, প্রতিটা অজানা বিষয়ের নোট করুন, এবার সেগুলো সম্পর্কেও আইডিয়া নিন।
আপনার নিশ লিখে গুগলে সার্চ করুন, প্রথম দুই পেইজে যা যা রেজাল্ট শো করে, সবগুলো পড়ুন।
এতোক্ষণে আপনি আপনার নিশ সম্পর্কে আর ৫০% মানুষ থেকে বেশি জেনে গিয়েছেন।
এবার আপনার নিশ রিলেটেড ফোরামগুলো খুঁজুন। আপনার নিশ + ফোরাম লিখলেই অনেক ফোরাম চলে আসবে। ফোরামের পোস্টগুলো পড়ুন, তাদের জিজ্ঞাসা, উত্তর দেখুন। এতে তাদের কথা বলার ভাষা, ভোকাবুলারি আপনার আয়ত্বে আসবে। আর অনেক নতুন বিষয় জানতে পারবেন। নতুন বিষয়গুলো নোট করুন এবং বিস্তারিত জানুন।

বিভিন্ন প্রশ্ন উত্তর সাইট এ গিয়ে আপনার নিশ লিখে সার্চ করুন, জনগণের প্রশ্ন উত্তর পড়ুন। অনেক কিছু জানতে পারবেন।
বাঙালি ভিডিও দেখতে ভালোবাসে, হয়তো আপনিও..... ;)
তাই ইউটিউবে যান, আপনার নিশ লিখে সার্চ করুন। ভিডিওগুলো দেখুন। আপনার নিশের বিভিন্ন প্রোডাক্টের নাম লিখে সার্চ করুন, সেগুলোর রিভিউ দেখুন।
ব্যস, এবার আপনি আপনার নিশ সম্পর্কে আর ৯০% মানুষ সম্পর্কে বেশি জেনে গিয়েছেন। এখন আপনি এই মার্কেট এর আদ্যপান্ত সম্পর্কে জানেন। তাছাড়া আপনার নিশের মধ্যেই আপনি আরও অনেক সাবনিশ বের করতে পারবেন যা কিনা এই পড়াশোনা ছাড়া সম্ভব ছিলনা।

https://www.facebook.com/lamblord.dj

No comments:

Post a Comment