Monday, March 21, 2016

.বিষয়ঃ নিশ সিলেকশন (ইম্পরট্যান্ট) (শুধু বিগিনারদের জন্য)

এই পোস্টের উদ্দেশ্যঃ আমরা সবাই কমবেশি জানি নিশ সিলেকশন কতটা গুরুত্বপূর্ণ, বিশেষত যারা অ্যাফিলিয়েট জগতে নতুন তারা অনেকেই প্রোপার নিশ সিলেক্ট করতে হাবুডুবু খান!! কোটি কোটি টপিক্স, কোটি কোটি প্রোডাক্টস... এত প্রোডাক্টস আর নিশের সাগরে হাবুডুবু খাওয়াটাই স্বাভাবিক, আর খুঁজতে জানলে এই নিশের সাগর থেকে হীরে মানিক পেলেও পেয়ে যেতে পারেন (অবশ্য, না জানলে পাবেন শুধুমাত্র সলিড বালি)... অনেক সাহিত্য হল, এবার কাজের কথায় আসি... আমি এখন থেকে প্রতি ৩/৪ দিন অন্তর একটা করে নিশ ইন্ডাস্ট্রি রিভিউ করব; এছাড়া ওই নির্দিষ্ট নিশ ইন্ডাস্ট্রিতে থেকে মানিব্যাগ ভারী করতে যা যা লাগবে সে সম্পর্কেও হিন্টস দিব...কি? রেডি তো? শুরু করতেছি... মস্তিষ্ক কাজ না করলে এক কাঁপ কফি বানিয়ে আনুন, তারপর কফি মগে আলতো চুমুক দিতে থাকুন আর নিচের লেখাটা মনোযোগ সহকারে পড়ুন...
...নিশ ইন্ডাস্ট্রিঃ Brain Training
...কি এই "Brain Training"? খায় না মাথায় দেয়? ...প্রথমেই বলে রাখি, "না, এটা খাওয়া যায়না অথবা তেল হিসেবে মাথায় লাগানো যায়না"... একদম সহজ ভাবে বলতে গেলে ব্রেইন ট্রেইনিং হচ্ছে মস্তিস্কের ব্যায়াম...পরের অংশ পড়ার আগে উইকিপিডিয়ার এই লিঙ্কে একটু ঢুঁ মেরে আসেন(https://goo.gl/Bk0ylK), স্ট্যাটিকস অনুযায়ী এই ব্রেইন ট্রেইনিং ইন্ডাস্ট্রি প্রায় ৫ বিলিয়ন ডলারের...এবং পৃথিবীতে প্রায় ৫০ মিলিয়ন মানুষ এই ইন্ডাস্ট্রির ভোক্তা, যাদের বেশিরভাগ এর বয়স ২০-৫৫ এর মধ্যে...
...কি ওয়ার্ড রিপোর্টঃ (https://goo.gl/M6MFC0) Brain Training এর উপর প্রায় ১৫৪ টা কিওয়ার্ড এবং প্রত্যেকটার ডিটেইলস , রিপোর্টটি মুলত একটি এক্সেল ফাইল এবং এটাকে পর্যায়ক্রমে এইভাবে সাজানো হয়েছে "Keyword-Monthly US Searches-SEO Title Competition-SEO Title and Anchor Competition-SEO Value-AdWords CPC-DIFFICULTY to rank via organically (SEO)" ...রিপোর্টটি দেখলেই বুঝতে পারবেন এই ইন্ডাস্ট্রিতে কত কত সুযোগ আছে...
...সবই তো বুঝলাম, বাট পকেট ভারী করতাম ক্যামনে? জী স্যার, আপনি অনেকভাবেই ব্যাংক ব্যাল্যান্স ভারী করতে পারেন এই ইন্ডাস্ট্রি হতে, প্রথমত অ্যামাজন...অ্যামাজনে mind games,puzzles sets হু হু করে বিক্রি হয়, আর সবথেকে বেশি যেটা বিক্রি হয় সেটা হচ্ছে বাচ্চাদের জন্য মাইন্ড গেইমস,পাজলস,এক্টিভিটি সেন্টার (এগুলোর দাম ১০০-১০০০+)...দ্বিতীয়ত, ক্লিকব্যাংক অ্যাফিলিয়েট নেটওয়ার্ক থেকে কিছু ইবুক/কোর্স প্রমোট করতে পারবেন আপনার সাইটে...আর ক্লিকব্যাঙ্ক এই ইবুক/কোর্সগুলোতে ৫০-৭৫% পর্যন্ত কমিশন দিয়ে থাকে এবং এদের বিক্রির রেকর্ডও বেশ ভাল...তৃতীয়ত, এই বিষয়াদির উপর কিছু স্বাধীন অ্যাফিলিয়েটস আছে যাদের প্রোডাক্টস সরাসরি প্রমোট করলে ২০-৫০% পর্যন্ত কমিশন পাবেন...
...ওয়েবসাইট স্ট্রাটেজিঃ ভুংচুং একটা নিশ ব্লগ তৈরি না করে কমপক্ষে ৩-৬ মাসের একটা প্ল্যান নিয়ে মাঠে নেমে পড়ুন... কারণ এই ইন্ডাস্ট্রি আমেরিকাতে দ্রুত বাড়ছে এবং আগামী কয়েক বছরে আরও আরও বড় হবে ...সুতরাং, বুঝতেই পারছেন যত লং টার্ম পরিকল্পনা তত বেশি প্রফিট...কিওয়ার্ড রিপোর্ট থেকে আপনার পছন্দের ২/৩ টা কিওয়ার্ড বেঁছে নিবেন, তারপর ওই কিওয়ার্ডগুলো ভালভাবে রিসার্চ করে আরও কিছু রিলেটেড কিওয়ার্ড বের করুন... একটা জিনিস মনে রাখবেন, ভুংচুং সাইট দিয়ে টেম্পোরারি ইনকাম করতে পারবেন কিন্তু লং টার্ম বেনিফিট পেতে অথোরেটিভ সাইট তৈরি করতে হবে... কমপক্ষে তিনটা "মাথানস্ট" আর্টিকেল দিয়ে ওয়েবসাইট শুরু করতে পারেন, মাথানস্ট বলতে বোঝাচ্ছি "টু দ্যা পয়েন্ট অথোরেটিভ আর্টিকেল " , আর এই তিনটা আর্টিকেলের প্রতিটি যাতে কমপক্ষে ২৫০০ শব্দের হয় সেদিকে লক্ষ্য রাখবেন... এছাড়া সাইট কীভাবে তৈরি করবেন বা অনপেইজ/অফপেইজ এসইও এগুলো নিয়ে প্রচুর রিসোর্স আছে, একটু ঘাঁটলেই পেয়ে যাবেন...
...কন্টেন্ট প্রোমোশন স্ট্রাটেজিঃ আর্টিকেল পাবলিশ করা মানে মাত্র ৫০% কাজ সম্পন্ন হল!! বাকী ৫০% হল প্রোমোশন আর মার্কেটিং..ব্রেইন ট্রেইনিং ইন্ডাস্ট্রিতে কন্টেন্ট প্রমোট করার সবথেকে সস্তা আর কার্যকরী তিনটা চ্যানেল হচ্ছে "ফোরাম,ফেইসবুক এবং ইমেইল মার্কেটিং" ... mental health,general health,brain training রিলেটেড ৫ টা ফোরামে যোগ দিন, ফোরামগুলোতে একটিভ থাকুন..প্রশ্ন করুন আর অন্যের প্রশ্নের উত্তর দিন... এভাবে আস্তে আস্তে ৭-১৫ দিনের ভিতর ফোরামে নিজের একটা স্পট তৈরি করে ফেলুন... তারপর আপনার কন্টেন্টগুলো স্মার্টলি শেয়ার করবেন... এবার আসি ফেইসবুকের কথায়... ফেইসবুকে দুই ধরণের মার্কেটিং করবেন, এক হচ্ছে আপনার ল্যান্ডিং পেইজে ভিজিটর নিয়ে তাদেরকে ইমেইল সাবস্ক্রাইবারে কনভার্ট করা, দ্বিতীয়ত আপনার মেইন আর্টিকেলগুলোকে প্রমোট করা...ফেইসবুকে ad দেওয়ার আগে বাজেট নির্ধারণ করে ফেলুন, আমার মতে ৫০-১০০ ডলার প্রাথমিকভাবে যথেষ্ট... প্রতিদিনের বাজেট ৫-১০ এর ভিতরে রাখার চেষ্টা করুন... ফেইসবুকে ad দেওয়ার আগে স্মার্টলি ভিজিটর টার্গেট করবেন...আমার মতে এমন ভিজিটর টার্গেট করবেন যাদের বয়স ২০-৫৫ এর ভিতর,যারা আমেরিকান,যাদের শখ হচ্ছে সাইন্স আর বই পড়া,যারা ব্রেইন ট্রেইনিং বিষয়ক ফেইসবুক পেইজ/গ্রুপে যুক্ত আছে...ফেইসবুকে ad দেওয়া এবং ভিজিটর টার্গেটিং এর বিষয়ে বিস্তারিত জানতে গুগল করতে পারেন, হাজার হাজার টিউটোরিয়াল পাবেন...
...সিক্রেট প্রোমোশন স্ট্রাটেজিঃ ফাইভার দিয়ে ৫/১০ ডলারের বিনিময়ে একটা ইনফোগ্রাফিক তৈরি করে ফেলুন, যার বিষয় হবে আপনার টার্গেট করা কিওয়ার্ডস... এবার এই ইনফোগ্রাফিকটাকে ফোকাসে রেখে একটা অথোরেটিভ পোস্ট লিখবেন... পোস্টটাকে নিয়ে ফেইসবুকে একটা অ্যাড তৈরি করুন... অ্যাডে catchy হেডলাইন ব্যবহার করুন, উদাহরণঃ "(Infographic) 9 Brain exercises that will transform Your Brain into a super-fast problem solving machine" ...ব্যাস!! লাইক-কমেন্ট-শেয়ার এর বন্যার জন্য প্রস্তুত হন!! এছাড়া ইনফোগ্রাফিকটাকে বিভিন্ন ফটো শেয়ারিং সাইটে শেয়ার করে এক্সট্রা ভিজিটরতো পাবেনই...
...শেষকথাঃ আমার পোস্ট কেমন লাগলো জানাতে ভুলবেন না, তিনদিন পর অন্য আরেকটি নিশ ইন্ডাস্ট্রি নিয়ে হাজির হব...

No comments:

Post a Comment