Tuesday, March 1, 2016

প্যারাসাইট টার্গেট করে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন

 প্রচুর মার্কেটার আছেন যারা নিশ সাইটকে টার্গেট না করেপ্যারাসাইট টার্গেট করে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন।
প্যারাসাইট কি?
আপনার নিজের সাইট নয়, কিন্তু একটা সাবডোমেইনে বা পোস্ট আকারে আপনি কনটেন্ট পাবলিশ করতে পারবেন। অনেকটা ওয়েব ২.০ সাইটের মত।
কয়েকটি প্যারাসাইটের এক্সামপল হচ্ছে ইউটিউব, হাবপেজ, স্টোরিফাই, ফ্লিপবোর্ড, রেডিট ইত্যাদি। এরকম হাজারো সাইট আছে।
তো এসব স্মার্ট মার্কেটাররা যা করেন, নিজেরা লো সার্ব ভলিউম এবং লো কমপিটিটিভ বিভিন্ন কিওয়ার্ড খুজে বের করেন, এরপর ঐ প্রোডাক্টের উপর কনটেন্ট লিখে বা কনটেন্ট কিউরেট করে হাই ডোমেইন অথোরিটি সাইটে পাবলিশ করে। যেহেতু এসব ডোমেইনের বয়স বেশি, ডোমেইন অথোরিটি বেশি, গুগল তাদের ট্রাস্ট করে, তাই এগুলো সহজেই র‌্যাংক করে গুগলে।
ট্রাফিকও বেশ পাওয়া যায়:
আর ট্রাফিক = মানি।
আমি জানি সবাই এক্সামপল দেখতে চাইবেন এখন। কয়েকটা এক্সামপলের জন্য মন্তব্য অংশ দ্রষ্টব্য।
এটি টিজার পোস্ট, আশা করছি শীঘ্রই স্টেপ বাই স্টেপ আর ডিটেইলড তথ্যাকারে আপনাদেরকে দিতে পারবো 



No comments:

Post a Comment