Thursday, March 24, 2016

[Easter Day Case Study]:

First of all, i want to say : Happy Easter Day for our fellow people who celebrate it.
This case study is totally different from my previous examples to show you that you can make Money online if you put the right offer/Product in front of the right audience with some creativity .
Today , our niche is about Scuba Diving and the target is :
Families with Kids who like scuba diving. We wanted to help them find the cheapest prices for their hotels near their Diving spots.
We created 3 Adsets with 2 ads in each one targeting 3 magazines related to the scuba diving niche but not for Pro divers...
I will not go in details but below is the Ads and the Ad Copy.
With $180 Ad Budget, he got almost $800 commission with over 1000 people tagged with his FB pixel.
Audience Details:
Location: United States
Age: 30 - 55
People Who Match:
Parents: (13-18 Years) Parents with Teenagers or (08-12 Years) Parents with Preteens
And Must Also Match:
Interests: Scuba Diving Magazine
Potential Reach: 22,000 people (only from 1 Adset)
With those travel sites, you can target many laser audiences:
-Orlando Family Vacations
-Beach Kids Vacations
-Romance Vacations
-Weekend Escape Break
-Europe Cities Break
-Skies Vacations
-Alaska Escape........
For this Special Holidays, i am offering only this deal to our group for only $60 (Regular price $200) : Website + LP + Travel eBook.
You need a domain name related to Travel niche...
Take Action & Happy Easter Day...
P.S: You get paid per lead up to $1. the user does not have to book his stay in order to get paid....It is a comparison prices site..




Petzi : Pets Monitor for Cats/Dogs

Pets Monitor for Cats/Dogs using Camera & Apps from your smartphone.....
How to Turn $67 to $276 using FB Ads from a highly targeted audience within 5 days Test period.
-------------------------------------------------
First of All, This case study was last November 2015 and i got inspired from a TV show from a similar product .

the market was there for sure and this product is solving a big problem for people who own cats/dogs and they are away for work or a short trip....

After during a little research, i tried a campaign with 4 Adsets:
2 for cats and 2 for Dogs and i targeted 4 magazines (not every pets magazines...)

Cat Fancy Magazine/Modern Cat Magazine
Modern Dog Magazine/Your Dog Magazine

I sent them to a landing page related to pets website and just for that item so they can go to Amazon after that....

Below is the details about the Ad copy and the audiences:

Ad for Dogs:
=========
Headline : Get Petzi and Never Leave Your Pet Alone!

Text above image :Leaving Your Pet alone at Home? Join Others and With a simple Tap, You can See, Speak, Snap or Treat your Pet When you are
away from Home.

Text under headline:Even When You're Not Home. Petzi lets you watch, speak to, play with, and record your Pet when you're away. You can even dispense...

Audiences:
Women : 25-34 35-44 45-54
Likes : Cat Fancy Magazine
Modern Cat Magazine
Modern Dog Magazine
Your Dog Magazine

In the eBook, i will show you how to find those niches before they got saturated .

Below this post : it is a link of my Early Bird Launch page to get you notified when the eBook is ready!!!!!

Take Action and Happy Hunting

let's go back now to our campaign :

As i said before, the narrowing option was not there (if It was, i would target them differently . see below)

Audience 2015:
--------------------
3- AdSets : 18-25 25-35 35-45
-Location: Florida and other sunny states to narrow my audience
-they like Plus Model Magazine + other fashion magazines

if i am running this campaign now with the new targeting option :
I will do it like this :

Age: 25-35 35-45
Moms
Like Fashion AND Plus Model Magazine.....

I sent them to a category page full of different cover-ups to choose from...

Ad copy : Get Your Fashionable Cover ups under $50!

Text Above the imageLooking for Plus Size Fashion Cover up Inspiration This Summer ? Click Below to Find Your Fashionable cover up that will add polish and style to your overall swimsuit ensemble and look.

Text under the headline:We offer a full selection of zip up



Monday, March 21, 2016

.বিষয়ঃ নিশ সিলেকশন (ইম্পরট্যান্ট) (শুধু বিগিনারদের জন্য)

এই পোস্টের উদ্দেশ্যঃ আমরা সবাই কমবেশি জানি নিশ সিলেকশন কতটা গুরুত্বপূর্ণ, বিশেষত যারা অ্যাফিলিয়েট জগতে নতুন তারা অনেকেই প্রোপার নিশ সিলেক্ট করতে হাবুডুবু খান!! কোটি কোটি টপিক্স, কোটি কোটি প্রোডাক্টস... এত প্রোডাক্টস আর নিশের সাগরে হাবুডুবু খাওয়াটাই স্বাভাবিক, আর খুঁজতে জানলে এই নিশের সাগর থেকে হীরে মানিক পেলেও পেয়ে যেতে পারেন (অবশ্য, না জানলে পাবেন শুধুমাত্র সলিড বালি)... অনেক সাহিত্য হল, এবার কাজের কথায় আসি... আমি এখন থেকে প্রতি ৩/৪ দিন অন্তর একটা করে নিশ ইন্ডাস্ট্রি রিভিউ করব; এছাড়া ওই নির্দিষ্ট নিশ ইন্ডাস্ট্রিতে থেকে মানিব্যাগ ভারী করতে যা যা লাগবে সে সম্পর্কেও হিন্টস দিব...কি? রেডি তো? শুরু করতেছি... মস্তিষ্ক কাজ না করলে এক কাঁপ কফি বানিয়ে আনুন, তারপর কফি মগে আলতো চুমুক দিতে থাকুন আর নিচের লেখাটা মনোযোগ সহকারে পড়ুন...
...নিশ ইন্ডাস্ট্রিঃ Brain Training
...কি এই "Brain Training"? খায় না মাথায় দেয়? ...প্রথমেই বলে রাখি, "না, এটা খাওয়া যায়না অথবা তেল হিসেবে মাথায় লাগানো যায়না"... একদম সহজ ভাবে বলতে গেলে ব্রেইন ট্রেইনিং হচ্ছে মস্তিস্কের ব্যায়াম...পরের অংশ পড়ার আগে উইকিপিডিয়ার এই লিঙ্কে একটু ঢুঁ মেরে আসেন(https://goo.gl/Bk0ylK), স্ট্যাটিকস অনুযায়ী এই ব্রেইন ট্রেইনিং ইন্ডাস্ট্রি প্রায় ৫ বিলিয়ন ডলারের...এবং পৃথিবীতে প্রায় ৫০ মিলিয়ন মানুষ এই ইন্ডাস্ট্রির ভোক্তা, যাদের বেশিরভাগ এর বয়স ২০-৫৫ এর মধ্যে...
...কি ওয়ার্ড রিপোর্টঃ (https://goo.gl/M6MFC0) Brain Training এর উপর প্রায় ১৫৪ টা কিওয়ার্ড এবং প্রত্যেকটার ডিটেইলস , রিপোর্টটি মুলত একটি এক্সেল ফাইল এবং এটাকে পর্যায়ক্রমে এইভাবে সাজানো হয়েছে "Keyword-Monthly US Searches-SEO Title Competition-SEO Title and Anchor Competition-SEO Value-AdWords CPC-DIFFICULTY to rank via organically (SEO)" ...রিপোর্টটি দেখলেই বুঝতে পারবেন এই ইন্ডাস্ট্রিতে কত কত সুযোগ আছে...
...সবই তো বুঝলাম, বাট পকেট ভারী করতাম ক্যামনে? জী স্যার, আপনি অনেকভাবেই ব্যাংক ব্যাল্যান্স ভারী করতে পারেন এই ইন্ডাস্ট্রি হতে, প্রথমত অ্যামাজন...অ্যামাজনে mind games,puzzles sets হু হু করে বিক্রি হয়, আর সবথেকে বেশি যেটা বিক্রি হয় সেটা হচ্ছে বাচ্চাদের জন্য মাইন্ড গেইমস,পাজলস,এক্টিভিটি সেন্টার (এগুলোর দাম ১০০-১০০০+)...দ্বিতীয়ত, ক্লিকব্যাংক অ্যাফিলিয়েট নেটওয়ার্ক থেকে কিছু ইবুক/কোর্স প্রমোট করতে পারবেন আপনার সাইটে...আর ক্লিকব্যাঙ্ক এই ইবুক/কোর্সগুলোতে ৫০-৭৫% পর্যন্ত কমিশন দিয়ে থাকে এবং এদের বিক্রির রেকর্ডও বেশ ভাল...তৃতীয়ত, এই বিষয়াদির উপর কিছু স্বাধীন অ্যাফিলিয়েটস আছে যাদের প্রোডাক্টস সরাসরি প্রমোট করলে ২০-৫০% পর্যন্ত কমিশন পাবেন...
...ওয়েবসাইট স্ট্রাটেজিঃ ভুংচুং একটা নিশ ব্লগ তৈরি না করে কমপক্ষে ৩-৬ মাসের একটা প্ল্যান নিয়ে মাঠে নেমে পড়ুন... কারণ এই ইন্ডাস্ট্রি আমেরিকাতে দ্রুত বাড়ছে এবং আগামী কয়েক বছরে আরও আরও বড় হবে ...সুতরাং, বুঝতেই পারছেন যত লং টার্ম পরিকল্পনা তত বেশি প্রফিট...কিওয়ার্ড রিপোর্ট থেকে আপনার পছন্দের ২/৩ টা কিওয়ার্ড বেঁছে নিবেন, তারপর ওই কিওয়ার্ডগুলো ভালভাবে রিসার্চ করে আরও কিছু রিলেটেড কিওয়ার্ড বের করুন... একটা জিনিস মনে রাখবেন, ভুংচুং সাইট দিয়ে টেম্পোরারি ইনকাম করতে পারবেন কিন্তু লং টার্ম বেনিফিট পেতে অথোরেটিভ সাইট তৈরি করতে হবে... কমপক্ষে তিনটা "মাথানস্ট" আর্টিকেল দিয়ে ওয়েবসাইট শুরু করতে পারেন, মাথানস্ট বলতে বোঝাচ্ছি "টু দ্যা পয়েন্ট অথোরেটিভ আর্টিকেল " , আর এই তিনটা আর্টিকেলের প্রতিটি যাতে কমপক্ষে ২৫০০ শব্দের হয় সেদিকে লক্ষ্য রাখবেন... এছাড়া সাইট কীভাবে তৈরি করবেন বা অনপেইজ/অফপেইজ এসইও এগুলো নিয়ে প্রচুর রিসোর্স আছে, একটু ঘাঁটলেই পেয়ে যাবেন...
...কন্টেন্ট প্রোমোশন স্ট্রাটেজিঃ আর্টিকেল পাবলিশ করা মানে মাত্র ৫০% কাজ সম্পন্ন হল!! বাকী ৫০% হল প্রোমোশন আর মার্কেটিং..ব্রেইন ট্রেইনিং ইন্ডাস্ট্রিতে কন্টেন্ট প্রমোট করার সবথেকে সস্তা আর কার্যকরী তিনটা চ্যানেল হচ্ছে "ফোরাম,ফেইসবুক এবং ইমেইল মার্কেটিং" ... mental health,general health,brain training রিলেটেড ৫ টা ফোরামে যোগ দিন, ফোরামগুলোতে একটিভ থাকুন..প্রশ্ন করুন আর অন্যের প্রশ্নের উত্তর দিন... এভাবে আস্তে আস্তে ৭-১৫ দিনের ভিতর ফোরামে নিজের একটা স্পট তৈরি করে ফেলুন... তারপর আপনার কন্টেন্টগুলো স্মার্টলি শেয়ার করবেন... এবার আসি ফেইসবুকের কথায়... ফেইসবুকে দুই ধরণের মার্কেটিং করবেন, এক হচ্ছে আপনার ল্যান্ডিং পেইজে ভিজিটর নিয়ে তাদেরকে ইমেইল সাবস্ক্রাইবারে কনভার্ট করা, দ্বিতীয়ত আপনার মেইন আর্টিকেলগুলোকে প্রমোট করা...ফেইসবুকে ad দেওয়ার আগে বাজেট নির্ধারণ করে ফেলুন, আমার মতে ৫০-১০০ ডলার প্রাথমিকভাবে যথেষ্ট... প্রতিদিনের বাজেট ৫-১০ এর ভিতরে রাখার চেষ্টা করুন... ফেইসবুকে ad দেওয়ার আগে স্মার্টলি ভিজিটর টার্গেট করবেন...আমার মতে এমন ভিজিটর টার্গেট করবেন যাদের বয়স ২০-৫৫ এর ভিতর,যারা আমেরিকান,যাদের শখ হচ্ছে সাইন্স আর বই পড়া,যারা ব্রেইন ট্রেইনিং বিষয়ক ফেইসবুক পেইজ/গ্রুপে যুক্ত আছে...ফেইসবুকে ad দেওয়া এবং ভিজিটর টার্গেটিং এর বিষয়ে বিস্তারিত জানতে গুগল করতে পারেন, হাজার হাজার টিউটোরিয়াল পাবেন...
...সিক্রেট প্রোমোশন স্ট্রাটেজিঃ ফাইভার দিয়ে ৫/১০ ডলারের বিনিময়ে একটা ইনফোগ্রাফিক তৈরি করে ফেলুন, যার বিষয় হবে আপনার টার্গেট করা কিওয়ার্ডস... এবার এই ইনফোগ্রাফিকটাকে ফোকাসে রেখে একটা অথোরেটিভ পোস্ট লিখবেন... পোস্টটাকে নিয়ে ফেইসবুকে একটা অ্যাড তৈরি করুন... অ্যাডে catchy হেডলাইন ব্যবহার করুন, উদাহরণঃ "(Infographic) 9 Brain exercises that will transform Your Brain into a super-fast problem solving machine" ...ব্যাস!! লাইক-কমেন্ট-শেয়ার এর বন্যার জন্য প্রস্তুত হন!! এছাড়া ইনফোগ্রাফিকটাকে বিভিন্ন ফটো শেয়ারিং সাইটে শেয়ার করে এক্সট্রা ভিজিটরতো পাবেনই...
...শেষকথাঃ আমার পোস্ট কেমন লাগলো জানাতে ভুলবেন না, তিনদিন পর অন্য আরেকটি নিশ ইন্ডাস্ট্রি নিয়ে হাজির হব...

Saturday, March 19, 2016

Handicapped Dogs

[A Giveaway Niche]
In this post, i will give you guys a profitable niche and show you how to create a Fb Ad related to that.
The Niche is : Handicapped Dogs
the item to promote : Dog wheelchairs
But there are many products to promote. See the screenshots for that.
You don't have to stick only with Amazon program . there are many big companies that provide affiliate / dropshipping programs.
For his example, i will target the audiences below and i will explain why :
Audience Details:
Location: United States
Age: 35 - 50 (According to Fb Insights Tool)
Gender: Female (80%-88% of the fans are women)
People Who Match: Interests: Animal Wellness Magazine
And Must Also Match: Interests: Dogs
For the interests, i found 5 magazines that talk about Pets health. I will give you 2 and let you search for the rest.
Animal Wellness Magazine
Modern Dog magazine
And i added a filter to have only the dog's owners.
Tip: there are many dog breeds and you can go crazy about that by changing only the Ad Copy and the image to match the dog breed:
German Shepherd
Beagle
Poodle
Boxer
Husky....
here is the complete list of the dog breeds: http://www.akc.org/dog-breeds/
Below is the Ad copy focusing about a pain point : Sympathy about the dog





How to Turn a new 1 month old site to a $1500 sale using FB Ads from a highly targeted audience

First of All, This case study was last June 2015 before FB starts the new narrowed targeting option (And /OR logic )..
It was hard to narrow your audience from 2-3 groups if they share the same interests (Only through a 3rd paid party)
After setting the Amazon site up (Blog+Shop e-commerce style), I created a campaign for Cover-ups and All the Bikinis stuff for women but my angle was Plus Size Category .
I let it run for 10 days ($10/day) to get traffic & Sales ....
The Result from the Campaign was : $305 from $96 Ad budget but :
After 1 month, i listed it for sale and it was sold for $1500 by a lady that she is making now around $500-$600/month using Amazon associate program and a fan page of over 10K fans with only 1hr a day or less...
let's go back now to our campaign :
As i said before, the narrowing option was not there (if It was, i would target them differently . see below)
Audience 2015:
--------------------
3- AdSets : 18-25 25-35 35-45
-Location: Florida and other sunny states to narrow my audience
-they like Plus Model Magazine + other fashion magazines
if i am running this campaign now with the new targeting option :
I will do it like this :
Age: 25-35 35-45
Moms
Like Fashion AND Plus Model Magazine.....
I sent them to a category page full of different cover-ups to choose from...
Ad copy : Get Your Fashionable Cover ups under $50!
Text Above the imageLooking for Plus Size Fashion Cover up Inspiration This Summer ? Click Below to Find Your Fashionable cover up that will add polish and style to your overall swimsuit ensemble and look.
Text under the headline:We offer a full selection of zip ups, maxi dresses, tunics, button up coverups, and more from all your favorite brands.
Talk to you soon and Happy Hunting....


Wednesday, March 16, 2016

How to Make Money With Hamsters Niche.

In this case study, I will show you how target a super laser audiences on FB related to the pets niche.
There are a lot sub-niches widely open with low-medium competition even for SEO ...
But in this case, one of my clients wanted to jump to the Dropshipping business related to the hamsters/Gilber niche but she wanted first to see if there is a market first on FB...
She spent $35 with Fb Ads and she sold 35 items related to the Hamsters niche (the majority of them were: cages (her main product) + some food boxes) with $1662.50 gross for a commission of $108.06
With Dropshipping, she can get 10x commissions with that..
We targeted 3 groups and i will show you only 1.
Females 26-65
Interest: Hamster & Gerbil & Kaytee.
Kaytee is a popular food brand for wildbirds....the reason why we chose that was to filter people who like Hamsters in general from the real owners...(for example, everybody likes dogs but not all of them like Punira...You have to be a dog owner to know that)
Below is the Ad.....
Take Action and To Your Success...

Thursday, March 10, 2016

Fitbit Fitness Tracker : $171 commissions with $61 Budget and $2640 Gross Sale!!!

I will keep it short and sweet this time but for this kind of products, you need to do your homework.
You need to convince them about the benefits of having one and Why they should have one....
There are many articles /Blogs talk about that. You need only to have 2-4 benefits mixed (Fear of loss, curiosity, gain, .....)
with Fb Ads, we don't have enough space to write all that things.
With Good attractive image and good Ad copy, You can send them to your site and from there, you do the other step...
Remember: With Fb Ads or Google Ads, our primary goal is to push our target audience to click and not to buy.....and our website /Landing page is to sell them or educate them...
After doing some research, we tested our campaign with 2 Audiences :Women's Running Community - WRC And Women's Running Magazine
-----------------------------------------------------------
Age: 35-45 (It was only a test but there are 2 more age segments)
Gender: Female
Location:USA
Interests: Women's Running Community - WRC >> Potential Reach:22K
Interests: Women's Running Magazine And Must Also Match: Half Marathon >> Potential Reach:58K
We tried to put in the Ad all the benefits for that device:
-----------------------------------------------------------
Description Above Image:
Want to Move more, Sleep better and Improve your Overall Health ? Click below to see what Other Runners are using!
Description under Headline:
Track all-day activity like steps, distance, calories burned and active minutes.Then wear it at night to measure your sleep quality .
Headline:Get Your Fitbit & Make Fitness a lifestyle
After 4 days, We collected many visitors for Re-targeting and made 22 Sales ($2640) with $171 commission from only 2 small groups of women....
And before You ask me about the landing page, It was :
-A page not a post
-In the Top of the page, Classic Landing page (headline,sub-headline-Image of the product (collection of Fitbit szies))
-Bullet points
under the Button: there is a long article talking about the benefits/features of those devices....
the reason is why : Amazon or Fitbit has many types of those devices (from $88 to $240....)
Below is one of the Ads used in this campaign..
The eBook will be published at any time...
Go and Take Action...


Monday, March 7, 2016

How to Close Deals easily with those Owners using only $10 budget

In this short post, i will show you how to put one foot in the door to close deals with your local shops who are struggling to drive traffic and leads via internet.
We all know how much those local owners are paying for directories (yellowpages,superpages...) without any ROI .
With FB Ads,you can reach people near your business.( only available in some countries.)
Right now, this type of Ads (Local Awareness Ad) is acting like : Google Local listing and is very cheaper than other types of Fb Ads.
----------------------------------------------
For the sake of this example, I will try to target people (Women) close to my old address for a shop (Birthday Caking) of a friend of mine (his wife).
-I will use both placements : Desktop & Mobile (each platform in its own Adset)
-Location : Ridgewood,NY 11385 (within 2 miles)
-Gender : Female
-Life Event: Interests: Wedding anniversary and Life Event: Upcoming birthday or Anniversary within 30 Days
the Audience size was about: 47000 .
With Local Awareness Ad, You have 4 Call-to-Action buttons:
--Get Directions
--Call Now (Perfect for Mobile Ads)
--Like Page
--Learn More
--Send Message
----------------------------------------------
For $10, You can run those Ads and bring leads/Sales for those shops and after that sign up a contact with them for $500 and up (It depends of the niches: Dentists, Plastic surgery, Spa, Hairdressers, mechanics, Flowers Shop, Moving Companies, Auto-Schools.Gyms....Ballet Dancing school,.... )
the Idea here is : to Call first with a strong script (highly converting) to the prospect and offer them your service for Free and with your own Money ($10)...
I will not go in details again but you need to talk about leads and ROI with them... They don't know if you know FB pixel or custom audiences or other blabla...those business owners know only Money and ROI.....
For a CPM of $5 max/1000 and highly HD image with a discount of 20% and Free Shipping, you can land many leads for Him/her..
You need only to track those leads via a phone....
How to Find them:
----------------------
I will give you only one and leave the other one to my future business partner:
1-Go to Yellowpage, Superpages, white pages....Google Local and collect the businesses who are paying google or other directories for private listing.... call them (talk to the manager or the business owner directly)
2-Second method : Secret but highly converting...
Below is the Ad that i will show it to my friend's wife for her business.
Headline: Birthday Cakes 4 Kids & Adults. Up to 30% OFF
Description:123 Myrtle Ave. Ridgewood,NY 11385
Text above the image: Up to 30% OFF, Free Shipping. Huge Selection! Support Your Local Shop. Call us Now!
The first guy who will implement this method, don't forget to send me $5 for my Starbucks Coffee..It got cold since i did not pay attention to it while writing this post (just kidding)
Go now and happy Hunting!!!!






Saturday, March 5, 2016

How to make $373.75 with $120 Budget Ad with a laser targeted group of Moms

[Case Study]: How to make $373.75 with $120 Budget Ad with a laser targeted group of Moms .
==============================================
This case study will be my last one before releasing the eBook.
The Amount $373.75 was only with 1 campaign in the beginning but she (a friend of mine) made more than that when she scaled it up with other groups (different audiences)...
Let's go :
1-Niche : Baby (Newborns & Toddlers)
2-item : Ultra-Lite Day & Night Play Yard (from Fisher-Price) Average Price $100-$140
We targeted new moms and moms with newborn babies and babies between 1-2 years old only
We selected many audiences but i will give you only one:
--Pregnancy and Newborn Magazine (highly engaged fans with 300K fans)
Location: US
Female : 26-35
Parents: (0-12months) and Toddlers (1-2)
Like: Pregnancy and Newborn Magazine
Headline:Get Your Baby Ultra-Lite Day & Night Play Yard
Image:
the image was the product in action with 2 others small images
Text Above Image:
Join Other Moms and Get Your Baby this Ultra-lite, Portable Play Yard.
Cozy, Inclined sleeper for newborns. Roomy and comfy for older babies.
Description:
Take some weight off your shoulders with this Portable Changing station diaper clutch with built-in wipes container.
Since it was only one item, she sent the traffic to landing page mixed with review page and product page style...
Below is the Ad and other data.....
Go and take Action.

Friday, March 4, 2016

How to Turn a small idea to a $5000/Month business within 3 months with a small budget

n this post, i want to show you how to buy from Alibaba/Aliexpress and sell in your own website.
I know this guy personally. he has a physical store and many niche sites (each one is targeting 1 item or max 5 items)
His site is : Shoeps.cz and it is talking about Elastic Shoe laces for Kids and teenagers.
The website is simple ecommerce site based on WP platform.
he is getting traffic only from Google and Youtube and Facebook (organic traffic) and he is making $5000/month...
He will try Fb Ads now soon since i showed the potential Audiences that he can reach via Paid Traffic...
Let's discuss how i will do it if i was him :
Facebook Pixel :
-----------------------
there are 4 steps that the buyer has to take if he want to purchase the item from his website :
1-Step 1: Visit his website (as a landing page in this case)
2-Step 2: Select a product and go to the product page and add it to the shopping cart
3-Step 3: Checkout page
4-Step 4 : Thank you confirmation page.
Since we know that there is no 100% conversion rate, we must profit from the FB pixel technology and re-target our visitors and offer them a coupon or 2nd chance...
I will place my Fb pixel in every page using a plugin for that and then create 2 other conversion pixels (even if there are the same and unique) : one for Shopping Cart pixel and checkout pixel..
For the targeting, i will target each mom who has kids between 5-13years old but different age groups of course(5-7 8-11 12-14years old)
I can even target runners, sports kids.......
Here are the pain points that i found for him during a quick research :
**No more untied Laces at School -No Dangerous Tripping Accidents
Costs:
Those items cost only max $1 per pack . the beauty is : the customers buy more than one pack to get different colors selection...
You can easily sell them for $7-$10
Shipping Free: it will cost you max$1-$2
Fb Ads: Max conversion per checkout $1-$2
for each transaction, you can sell up to $20.....with a cost of $5 max...
For those who did not buy, you can target them with a coupon 20% off plus you get emails from your buyers...
You can create a LookaLike audience based on your buyers list and your 2 conversion pixels (Add_to_Cart and Checkout_page)
Here is my Ad how it will look like but in CZ not EN.



Tuesday, March 1, 2016

প্যারাসাইট টার্গেট করে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন

 প্রচুর মার্কেটার আছেন যারা নিশ সাইটকে টার্গেট না করেপ্যারাসাইট টার্গেট করে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন।
প্যারাসাইট কি?
আপনার নিজের সাইট নয়, কিন্তু একটা সাবডোমেইনে বা পোস্ট আকারে আপনি কনটেন্ট পাবলিশ করতে পারবেন। অনেকটা ওয়েব ২.০ সাইটের মত।
কয়েকটি প্যারাসাইটের এক্সামপল হচ্ছে ইউটিউব, হাবপেজ, স্টোরিফাই, ফ্লিপবোর্ড, রেডিট ইত্যাদি। এরকম হাজারো সাইট আছে।
তো এসব স্মার্ট মার্কেটাররা যা করেন, নিজেরা লো সার্ব ভলিউম এবং লো কমপিটিটিভ বিভিন্ন কিওয়ার্ড খুজে বের করেন, এরপর ঐ প্রোডাক্টের উপর কনটেন্ট লিখে বা কনটেন্ট কিউরেট করে হাই ডোমেইন অথোরিটি সাইটে পাবলিশ করে। যেহেতু এসব ডোমেইনের বয়স বেশি, ডোমেইন অথোরিটি বেশি, গুগল তাদের ট্রাস্ট করে, তাই এগুলো সহজেই র‌্যাংক করে গুগলে।
ট্রাফিকও বেশ পাওয়া যায়:
আর ট্রাফিক = মানি।
আমি জানি সবাই এক্সামপল দেখতে চাইবেন এখন। কয়েকটা এক্সামপলের জন্য মন্তব্য অংশ দ্রষ্টব্য।
এটি টিজার পোস্ট, আশা করছি শীঘ্রই স্টেপ বাই স্টেপ আর ডিটেইলড তথ্যাকারে আপনাদেরকে দিতে পারবো 



[Valentine's Day Case Study] How i turned $55 into $124 to Validate a Marketing Point:

This case study was a Test for me to validate a point before getting involved in an e-commerce niche (Soon).
so I tried Amazon as an affiliate since there is no shipping or handling for the items and to see if i can make some ROI if i am ordering my own items from Alibaba for my own Market (No USA)...
The time was perfect : Valentine's Day ( 1 Week before) but You can use the same tactics for any day and event (Mother's Day, father's Day, .....)
I targeted 2 Audiences but you can choose many audiences.
Audience 1 :
Men with Relationship : Married and live in Montana to narrow my audience and don't burn it with repeated Ads
Age: 30-50
The headline was simple and straight to point : Do you love your Wife ?
Audience 2 :
Men with Relationship : in Relationship and college Boys in the Northwestern States
Age:20-27
The headline was simple and straight to point : Do you love your Girlfriend ? and also hitting the Budget as a pain point : affordable
The result was : 51 Sales and $1912.50revenue and $124 commissions.
But the point here is : $1912 (almost $2000) .
I know that those babies cost only max $5-$7 and even with free shipping and with the FB Ads cost, i can still get $1000-$1200 in my pocket instead of $124.
I will not go in details to avoid any competition but there are many angles that you can take in this niche...
For the landing page, there is no landing page... I sent them to a category page related to the necklaces with 10 items from Amazon and then to amazon page related to each product....
For the eBook, i will publish it at any time...trying only to solve something About the salespage....
Go take Action and good luck..


https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xlt1/v/t1.0-9/12717945_1133604263318667_7221089202647594919_n.jpg?_nc_eui=ARg9xx_qVcYYMnyxdy3ridDTOh-U4M06Vg-GaKLoPHahaO77B8RawWVDEWb4&oh=ddbaea8ba4328ecf32e18ab98eca7c4f&oe=5759CEBF

গুগলে সাইট র‍্যাংক বাড়ানোর ৩ টি উপায়

১. আপনার প্রতিযোগীরা গুগলে র‍্যাংক পেতে কোন সোর্স থেকে ব্যাকলিংক নেয় সেগুলো অনুকরন করুন

শুধু শুধু কষ্ট করে ব্যাকলিংক কালেক্ট করার কোন দরকার নেই । এতে আপনার সময় নষ্ট হবে । আপনার প্রতিযোগীদের ওয়েবসাইট গুলো লক্ষ্য করুন । তারা কোন সোর্স থেকে ব্যাকলিংক নিয়ে গুগলে র‍্যাংক পেয়েছে সেটা ফলো করুন ।

১ম ধাপ: আপনি যে কী-ওয়ার্ডটি র‍্যাংক করতে চান সেটা লিখে গুগলে সার্চ করুন এবং যে ওয়েবসাইট প্রথমে এসেছে সেটা নোট করে রাখুন ।
২য় ধাপ: আপনার কী-ওয়ার্ড সার্চ করার পর আপনি যে পেইজ গুলো পেয়েছেন সেই পেইজের ব্যাকলিংক গুলোর একটা লিস্ট করে ফেলুন । (ওয়েবসাইটের ব্যাকলিংক চেক করার জন্য এইটা SMALLSEOTOOLSব্যাবহার করতে পারেন । এবং এই রকম আরো অনেক ফ্রী টুলস আছে । তবে পেইড টুলস গুলো আপনাকে নিঁখুত ফলাফল দিবে । যেমন AHREFS )
৩য় ধাপ: আপনি যে ব্যাকলিংক গুলোর লিস্ট করেছেন, সেগুলো থেকে দেখে নিন কোন ব্যাকলিংকগুলো অথরিটি সাইট থেকে এসেছে । ( ডোমেইন রেটিং অনুযায়ী ফিল্টার করে ফেলুন)
৪র্থ ধাপ: এইবার আপনার কাজ হলো বাছাই করে বের করা, তাদের ওয়েবসাইটে কি কি ফিচার আছে যেটা আপনার ওয়েবসাইটে নেই । সেই ফিচার গুলো আপনার ওয়েবসাইটে পুরন করার চেষ্টা করুন । আপনি ব্যাকলিংক দিয়ে শুরু করতে পারেন । আপনিতো আগেই ব্যাকলিংকগুলোর লিস্ট করে ফেলেছেন । এইবার দেখুন কোন লিংকগুলো পেতে আপনার সহজ হবে এবং সেগুলো থেকে শুরু করুন ।
৫ম ধাপ: আপনার কী-ওয়ার্ড সার্চে যে সাইট গুলো দ্বিতীয় তৃতীয় বা দশম স্থানে আছে সবগুলোর ক্ষেত্রেই একই কাজ গুলো করুন । মানে আপনি সবগুলোরই ব্যাকলিংক সংগ্রহ করুন । এইভাবে দেখবেন আপনার নিশ সম্পর্কিত প্রচুর ব্যাকলিংক পাবেন এবং আপনার কী-ওয়ার্ড র‍্যাংক করানোর ক্ষেত্রে বসে বসে আর ব্যাকলিংক খুঁজতে হবে না ।
আর এইভাবে কাজ করলে আপনার কাজগুলোর মধ্যে একটা শৃংখলতা বজায় থাকবে । নাহলে আপনি চিন্তা করে দেখুন ব্যাকলিংক খুঁজতে খুঁজতেই আপনি বিরক্ত হয়ে যাবেন ।

২. আপনার প্রতিযোগীদের “Linkable assets” কি আছে সেটা অনুসরন করুন ।

“Linkable assets” বিষয়টা কি আমরা সেটা একটু জেনে নিই ।
“Linkable assets” হলো আপনার ওয়েবসাইটের সবচেয়ে আকর্ষনীয় এবং তথ্যবহুল পেইজগুলোকে বুঝায় । আপনি এমন ভাবে পেইজগুলো তৈরি করবেন যেন অন্যরাও আপনার এই পেইজের লিংক দিয়ে কোথাও উদাহরন দিতে পারে । কিন্তু একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এই পেইজগুলো তৈরি করা কিছুটা কঠিন এবং বেশ সময় নিয়ে এই পেইজ তৈরি করতে হবে । ওয়েবসাইট র‍্যাংক করানোর ক্ষেত্রে এই পেইজগুলো বেশ কাজে লাগে ।

তো চলুন দেখে নিই কিভাবে এইরকম একটা পেইজ আমরা তৈরি করতে পারি ।
আপনি এই ক্ষেত্রে আপনার প্রতিযোগীদের ওয়েবসাইট নিয়ে কিছুটা সময় ব্যায় করতে হবে ।
১ম ধাপ: আপনার প্রতিযোগী ওয়েবসাইটের কোন পেইজে সবচেয়ে বেশি পরিমান ব্যাকলিংক আছে সেটা খুঁজে বের করুন । এবং সেই ব্যাকলিংকগুলোর একটা লিস্ট করে ফেলুন । (এটা বের করার জন্য আপনি ভালো কোন সাইট এক্সপ্লোরার ব্যাবহার করতে পারেন )।
২য় ধাপ: আপনার পেইজ খোঁজা হলে এইবার ভালো করে দেখুন এই পেইজে এমন কি আছে, যে কারনে অন্যারা তাকে ব্যাকলিংক দিচ্ছে ? সময় নিয়ে পেইজটা পর্যবেক্ষন করুন । যে বিষয়গুলো পেইজটাকে গুরুত্বপুর্ন করে তুলেছে সেগুলো আলাদা ভাবে টুকে রাখুন । এইবার আপনার কাজ হলো আপনি আপনার ওয়েবসাইটে যে পেইজকে “Linkable assets” করতে চান সেই পেইজটাকে ভালো রিসোর্স দিয়ে পরিপুর্ন করে ফেলুন । অবশ্যই লক্ষ্য রাখবেন আপনার রিসোর্স গুলো অবশ্যই জন্য আপনার প্রতিযোগীর চেয়ে ভালো হয়।
৩য় ধাপ: প্রথম ধাপ অনুসরন করলে আপনার এতক্ষনে এইটা বুঝে ফেলার কথা কারা আপনার প্রতিযোগীকে ব্যাকলিংক দিয়েছিল । এইবার আপনার কাজ হলো আপনার “Linkable assets” তাদের কে দেখানো । আপনার “Linkable assets” যত বেশি আকর্ষনিয় এবং অসাধারন করে তুলতে পারবেন তত বেশি তারা আপনাকে লিংক দেওয়ার ব্যাপারে আগ্রহী হবে ।
৪র্থ ধাপ: যত বেশি সম্ভব এই “Linkable assets” তৈরি করুন । শুধু পুরো একটা পেইজকেই যে “Linkable assets” বুঝায় সেটা না । আপনার একটা চমৎকার আর্টিকেলও হতে পারে একটা “Linkable assets” । এইভাবে প্রচুর পরিমানে “Linkable assets” তৈরি করলে আপনার আর ব্যাকলিংক নিয়ে কোন চিন্তা করতে হবে না । আপনার ওয়েবসাইট এমনিতেই ব্যাকলিংক পেতে থাকবে ।

৩. লিংক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এইরকম কন্টেন্ট পাবলিশ করুন

আপনি যদি নিশ্চিত না হন যে আপনার আর্টিকেল কি ব্যাকলিংক পাওয়ার যোগ্য কি না বা ব্যাকলিংক পাবে কি না, তাহলে এই ধরনের আর্টিকেল পাবলিশ করার কোন কারনই নেই ।
তো, আপনি যদি বুঝতে না পারেন কেমন আর্টিকেল পাবলিশ করা উচিৎ তাহলে কিছু বুদ্ধি খরচ করতে হবে ।
১ম ধাপ: আপনি যে ধরনের আর্টিকেল প্রকাশ করতে চান সেটার জন্য কয়েকটা কী-ওয়ার্ড বাছাই করুন ।
২য় ধাপ: আপনি যে কী-ওয়ার্ড গুলো নির্বাচন করেছেন এইবার সেগুলো গুগল সার্চ করুন । যে পেইজ এবং আর্টিকেলগুলো পেয়েছেন এইবার সেগুলোর ব্যাকলিংক সংখ্যা অনুযায়ী একটা লিস্ট করুন । ( আপনি এই ক্ষেত্রে কন্টেন্ট এক্সপ্লোরার ব্যাবহার করতে পারেন )
৩য় ধাপ: এইবার আপনার কাজ হলো আর্টিকেল গুলো ভালো করে পর্যবেক্ষন করা, কোন আর্টিকেল গুলো সবচেয়ে বেশি ব্যাকলিংক পেয়েছে এবং সেই ব্যাকলিংক গুলো লিস্ট করুন । আর নোট করে রাখুন আর্টিকেলটিতে কি এমন বৈশিষ্ট্য আছে যার কারনে সে এত ব্যাকলিংক পেল ।
৪র্থ ধাপ: আপনি এতক্ষন অনেক কষ্ট করলেন । এইবার আপনি যা যা বের করেছেন সব কিছু নিয়ে বসুন এবং চিন্তা করুন আপনার প্রতিযোগীর চেয়ে ভালো আর্টিকেল কিভাবে তৈরি করা যায় । আর্টিকেল তৈরি হয়ে গেলে আপনার কাজ হলো প্রতিযোগীর আর্টিকেল থেকে পাওয়া ব্যাকলিংকগুলোর কাছে পৌঁছানো । তাদেরকে আপনার আর্টিকেল দেখান । তাদের কাছ থেকে সাথে সাথে লিংক পেয়ে যাওয়ার সম্ভাবনাও আছে ।

Source: Mahjebin.com