Sunday, May 8, 2016

কিভাবে আপনি নিজে আর্টিকেল লিখতে পারবেন

SHAHRIAR MOBARAK TIAN·SUNDAY, MAY 8, 2016

আমরা অনেকেই কন্টেন্ট নিয়ে অনেক সময় ঝামেলা তে পরি । আপ্নাদের অনেকেই হয়ত এই জায়গাতে শুরু করতে গিয়েও করতে পারছেন না জাস্ট কন্টেন্ট এর টাকা জোগাড় করতে না পেরে । তাই আজকে আমি আমার কিছু কথা শেয়ার করতে চাই যা হয়ত কিছু টা হলেও মানুষ কে সাহায্য করবে ।
শুরু তেই বলে নেই আমি বাংলা তে লিখতে পারি না । তাও Zaqir Hossan ভাই বলাতে আমি আমার সব কথা বাংলা তেই লিখার চেষ্টা করলাম । এর মাঝে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তা ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখার জন্য সবাই কে অনুরধ করলাম ।
সবার প্রথমে বলে নেই আমরা রিভিউ টাইপ কন্টেন্ট অনেক বেশী ব্যাবহার করে থাকি আমাদের ওয়েবসাইট এ । তো আমরা কিভাবে কোন প্রোডাক্ট এর রিভিউ লিখব যেখানে আমি নিজেই জানি না প্রোডাক্ট টা কেমন, যেখানে আমি নিজে কখনো প্রোডাক্ট টা ব্যাবহার করি নাই ।
এর উত্তর টা খুবি সহজ । তা হল আমাদের প্রোডাক্ট টা নিয়ে রিসার্চ করতে হবে । আমাদের প্রোডাক্ট টার সব কিছু জানতে হবে । প্রোডাক্ট টা কেমন, কি কাজে ব্যাবহার করা হয় । প্রোডাক্ট টা কারা কিনে , কেন কিনে । আমাদের সব কিছু জানতে হবে ।
এখন কথা হল এগুলা আমরা জানব কথা থেকে । আপ্নারা অ্যামাজন থেকেই এসব কিছু জানতে পারেন । অ্যামাজন এ গেলে আপনি দেখতে পারবেন অনেক কিছু ।
কিন্তু ঠিক কোন তথ্য গুলা আমরা নিব ?
কিভাবে লিখব ?
কিভাবে সব কিছু সাজাবো ?
১০০০ ওয়ার্ড তো অনেক বেশি । এত বেশি ওয়ার্ড কিভাবে লিখব ?
আরও অনেক প্রশ্ন হয়ত মাথা তে ঘুরপাক খাচ্ছে কিন্তু তার আগে চলেন আপনাদের ১ টা গল্প শুনাই ।

আমরা সবাই কম্পিউটার ব্যাবহার করি কিন্তু এটা কিভাবে কাজ করে ? কম্পিউটারকে হয়ত আপনি কোন একটা কাজ / সমস্যা দিলেন । এটা মুহূর্তে আপনাকে আপনার কাজের রেজাল্ট জানাই দিবে । কিন্তু এত বড় কাজ ও করে কিভাবে ?
কম্পিউটার আপনার দেওয়া কাজ টাকে অনেক ছোট ছোট অংশে ভাগ করে। ভাগ করে সেই ছোট ছোট অংশের সমাধান করে । তারপর সব গুলা ছোট সমাধান এক সাথে করে টোটাল সমাধান টা আপনার কাছে তুলে দেয় ।
কিন্তু এই ছোট গল্প টা আপনাদের কেন বললাম ? তারও কারন আছে ।
আপনাদের কাছে একবারে ১০০০ ওয়ার্ড হয়ত অনেক বেশি লাগছে । লাগারই কথা । ১০০০ ওয়ার্ড তো কম না ।
কিন্তু আপনি ১ টা জিনিস খেয়াল করে দেখেন এই ১০০০ ওয়ার্ড কেও কিন্তু আপনি ছোট ছোট ভাগে ভাগ করতে পারবেন ।
কিভাবে ?
Product Description - 100 Words
This product is designed for whom - 100 words
Important Feature 1 - 150 Words
Important Feature 2 - 150 Words
Important Feature 3 - 150 Words
Pros - 150 Words
Cons - 150 Words
Verdict - 50 Words

মুহূর্তেই আপনার ১০০০ ওয়ার্ড ৮ ভাগে ভাগ হয়ে গেল ।
এখন আপনি এই তথ্য গুলা কিভাবে পাবেন ? কিভাবে সাজাবেন ?

তার আগে চলেন আমরা ১ টা জিনিস করি । আজকে আপনি সারা দিন যা করলেন তা ৫ টা ভাগে ভাগ করে ফেলেন ।
সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত ।
এখন যদি আমি আপনাকে বলি যে এই ৫ টা টাইম এ আপনি যা করসেন তা ইংরেজি তে লিখে ফেলেন । আপনি কি পারবেন না ?
অবশই পারবেন, কারন আজকের দিনটা আপনার চোখের সামনে ভাসবে আর আপনি লিখে ফেলতে পারবেন । কিন্তু রিভিউ লেখার টাইম এ আপনি কিভাবে লিখবেন ? তখন তো কিছু আপনার চোখের সামনে ভাসবে না ।
এই চোখের সামনে ভাসানোর কাজ টা করানোর জন্যই আপনাকে রিসার্চ করতে হবে ।
কিভাবে করবেন ?
আপনি আপনার প্রোডাক্ট টার অ্যামাজন পেজ এ গেলে ডেসক্রিপশন এ অনেক তথ্য পাবেন । সেখান থেকে আপনি Product Description টা লিখতে পারেন ।
অ্যামাজন এ রিভিউ যেগুলা থাকে তা সর্ট আউট করা যায় ।
positive review তে আপনি পাবেন এমন সব রিভিউ যাতে আপনি প্রোডাক্ট টার ভাল গুন গুলি বুঝতে পারবেন ।
critical review তে আপনি পাবেন এমন সব রিভিউ যাতে আপনি দেখবেন কিছু মানুষ ওই প্রোডাক্ট তা নিয়ে বিরক্ত । অনেক নেগেটিভ কথাও থাকবে সেখানে যা থেকে আপনি প্রোডাক্ট টার দুর্বল দিক গুলা বুঝতে পারবেন ।
দেখলেন আপনি মুহুরতেই অনেক গুলি তথ্য পেয়ে গেলেন । কিন্তু যদি আমি বলি যে কাজ মাত্র শুরু, রিসার্চ এখনও বাকি তাহলে ?
হ্যাঁ, আসলেও রিসার্চ বাকি আছে, আপনি আপনার প্রোডাক্ট নিয়ে আরও রিসার্চ করবেন । ইউটিউব এ অনেক ভিডিও পাবেন আপনার প্রোডাক্ট এর, ওগুলা দেখবেন । গুগলেও সার্চ করে দেখবেন আরও কিছু তথ্য আপনি সেখান থেকেও পাবেন ।
এইবার রিভিউ যদি আপনি লিখতে যান তাহলে কিছু জিনিস আপনার চোখের সামনে ভাসবে কারন আপনি এখন আগের চেয়ে প্রোডাক্ট টা সম্পর্কে একটু বেশি জানেন । কিন্তু তাও লেখার আগে আপনি আরও কিছু কাজ করবেন যা করলে আপনার লেখার মান অনেক বেড়ে যাবে ।
আপনি প্রোডাক্ট এর ভাল গুন অনেক পাবেন, সেটা নিয়ে আপনার তেমন কোন সমস্যা হবে না । কিন্তু যেই মোমেন্ট এ আপনি Cons এ যাবেন আপনি কি করবেন ?
মনে রাখবেন প্রতিটা সমস্যার সমাধান আছে । Cons নিয়ে রিসার্চ করার সময় আপনি দেখবেন সেই Cons এরও সমাধান আছে ।
কিছুটা কি বুঝতে সমস্যা হচ্ছে ?
আমি উদাহারন দিয়ে বুঝিয়ে দিচ্ছি ।
ধরেন আপনার প্রোডাক্ট হল কম্পিউটার মাউস ।
এখন Cons এর মাঝে আপনি ১টা জিনিস লিখলেন যে মাউস টার সবি ভাল কিন্তু বেশি খসখসে জাইগা তে কাজ করে না । আপনি আরও রিসার্চ করলেন আর দেখলেন যে ১ জন এভাবে সমাধান দিয়েছে যে খসখসে জায়গা তে মাউস এর সাথে এই মাউস প্যাড টা ইয়ুস করলে আর প্রব্লেম হয় না ।
তাহলে আপনার Cons এর সাথে সাথে আপনি ১ টা সমাধান ও পেয়ে গেলেন ।
আপনার ওয়েবসাইট এর যে মানুষ টা হয়ত খালি Cons টা দেখলে চলে যেত ও হয়ত সাথে সমাধান টা দেখলে মাউস টা কিনেও ফেলতে পারত ।
এভাবে আপনি আপনার ওয়েবসাইট এ আসা মানুষ টা কে ভেলু দিবেন । দিন শেষে ওই মানুষ টাই আপনাকে টাকা এনে দিবে ।
কন্টেন্ট লেখা সহজ কাজ না । যারা ভাল কন্টেন্ট লিখতে পারে তারা অনেক বেশি রিসার্চ করে বলেই ভাল লিখতে পারে । আপনি আপনার কন্টেন্ট লিখতে গিয়ে বার বার নিচে ওয়ার্ড পরিমাপ করবেন না ।
আপনি একটু কষ্ট করেন । একটু রিসার্চ করে জিনিস গুলা বের করে আনেন ।
কালকে আপনি সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত এর এক্সারসাইস টা করেন ।
নিজে নিজে ইংরেজি লেখার প্র্যাকটিস করেন । ভাল একজন বন্ধুর সাথে ইংরেজি তে চ্যাট করেন । তাকে বলেন যাই ভুল হবে আপনাকে ধরিয়ে দিতে ।

নিজেই নিজের সাথে প্রতিজ্ঞা করেন । প্রতিদিন ২০০ ওয়ার্ড করে লিখবেন । আপনি আজকে এই প্রতিজ্ঞা টা করলে কি হবে আপনি কি জানেন ?
১৩ মে তে আপনার কাছে ১০০০ ওয়ার্ড এর ১ টা কন্টেন্ট থাকবে যা আপনি আপনার ওয়েবসাইট এ দিতে পারবেন । ঠিক এভাবে আপনি অনেক গুলি ছোট ছোট লেখা একসাথে করে ১ টা বড় লেখা পেয়ে গেলেন ।
কিছু টা কি কম্পিউটার গল্প টা বলার কারন বুঝতে পারলেন ?
এভাবে আপনি চেষ্টা করে প্রতিদিন ২০০ ওয়ার্ড করে করবেন ।
আস্তে আস্তে প্রতিদিন ৪০০ ।
আস্তে আস্তে প্রতিদিন ৬০০ ।
এভাবে নিজের লেখা টাকে স্কেল আপ করবেন ।

লেখা টা যদি আপনি এই পর্যন্ত পরে থাকেন তাহলে আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন তো, কেন আপনি লাস্ট ৭ মিনিট ধরে লেখা টা পরছেন ?
উত্তর ঃ আপনার কন্টেন্ট লেখা নিয়ে কিছু তথ্য দরকার ছিল, যেটা আপনি লেখা টা পরার আগে চিন্তা করেছেন যে এই লেখা টা তে পাবেন । যদি আপনার কিছু হলেও শেখা হয়ে থাকে তাহলে আমার এই কন্টেন্ট টা তে ভেলু আমি দিতে পেরেছি ।
এই একি চিন্তা করে আপনার মাউস রিভিউ টাও একজন মানুষ পড়া শুরু করবে যে , "এই রিভিউ টা পড়ে দেখি, মাউস নিয়ে কি লেখা আছে" ।
১ টা ভাল কন্টেন্টই পারবে ৬-৮ মিনিট পড়ার পড় ওই মানুষ টাকে খুশি মনে অ্যামাজন এ পাঠিয়ে দিতে, কারন কন্টেন্ট টা তাকে সব তথ্য দিয়েছে যা তার জানার দরকার ছিল ।
শুরু করে দিন, কারন আজ শুরু করলে দেখতে দেখতে ১৩ মে চলে আসবে ।
আর সাথে ১ টা ১০০০ ওয়ার্ড এর কন্টেন্ট ও ।

সবাইকে ধন্যবাদ লেখা টা কষ্ট করে পরার জন্য ।

No comments:

Post a Comment