Saturday, July 2, 2016

ফ্রিতে অটোমেটিক সেল Teespring

আপনারা নতুন এসেই ডিজাইন শুরু এবং মার্কেটিংয়ে নেমে পইরেন না :P আর ইচ্ছামত ডিজাইন না করে ভালোমানের ডিজাইন করুন। আমি আগে থেকেই কিছু মার্কেটিং জানি দেখেই হয়তবা অল্প কয়েকদিনেই সেল পাইছি। নিচের স্টেপগুলো ফলো করলে আশা রাখি ভালো রেজাল্ট পাবেনঃ-
## ১. কীওয়ার্ড প্লানারঃ কীওয়ার্ড প্লানার এর ইউজটা ভালোভাবে জানেন বাইং কীওয়ার্ড (যে কীওয়ার্ড লিখে কাস্টমার আপনার টিশার্টটি কিনতে আসবে সেটিই বাইং কীওয়ার্ড, Exam: Best Father's Day T shirt, Cheap Fathers Day T shirt) এবং লংটেইল কীওয়ার্ড নিন (ইউটিউব থেকে গুগল কীওয়ার্ড প্লানার এর ইউজ নিয়ে অনেক টিওটোরিয়াল পাবেন)। চাইলে গুললে আপনার নিশ লিখে সার্চ দিলে একেবারে নিচে গুগল ১০টি কীওয়ার্ড সাজেস্ট করে অবশ্যই সবগুলোনা সেখান থেকে আপনার টি শার্ট রিলেভেন্ট কীওয়ার্ড নিন।
টাইটেলঃ টাইটেল এ কীওয়ার্ড দিন যে কীওয়ার্ড দিয়ে আপনার কাংখিত কাস্টমার সার্চ করবে (গুগল কীওয়ার্ড প্লানার এর সাহায্য নিন)।
ডিস্ক্রিপশনঃ ছোট একটি ডিস্ক্রিপশন লেখুন আপনার ডিজাইন নিয়ে যে ডিস্ক্রিপশনে কীওয়ার্ড থাকবে এবং কিছু কী ওয়ার্ড দিয়ে দিন নিচের মত করে ফলো করতে পারেন।
Keyword Section:
Best Cheap T Shirts for Men 2016 | Best T Shirts for Women 2016 #besttshirtsformenandwomen2016 #best mens t shirts 2016 #besttshirtsonline2016
ট্যাগঃ ট্যাগে ১ নাম্বার অপশনটি ব্যাবহার করে সেই কীওয়ার্ডগুলোই বসান।
ইউ আর এলঃ ইউ আর এল (কেম্পেইন লিঙ্ক) এ অবশ্যই একটি ভালো দেখে কীওয়ার্ড দিয়ে কাস্টমভাবে জেনারেট করে নিন।
ভিজিটরস যেগুলো নিয়ে সার্চ করে সেগুলোই টাইটেল, ডিস্ক্রিপশন, ট্যাগ এবং ইউ আর এল এ দিন
## ২। শেয়ারঃ ডিজাইন শেষে সাথে সাথে সোসিয়াল শেয়ার এবং পিং করে দিন যত জলদি করবেন তত আগেই রেঙ্ক করার সম্ভাবনা বেশি :) । নিচে ৪টি পিংলার সাইট দিলাম সেখানে সেখানে পিং করে দিন। আপনাদেরকে একটি মজার পিং সাইট দিচ্ছি (প্রথমটি) আপনারা যারা ব্যাকলিঙ্ক এর জন্য বিভিন্ন সাইটে দৌড়াদোরি করছেন তারা কয়েক মিনিটের মধ্যেই ভালো ভালো পি আর সাইটে শত শত ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন অটো :) । অটো ব্যাকলিঙ্ক, অটো সেল পাবেন আর কি চাই ;)
A. http://mass-pings.com/free-backlink... ( ইউ আর এল এবং কীওয়ার্ড দিয়ে Start Backlink এ ক্লিক করুন আর মজা দেখুন)

## ৩। ডিস্ক্রিপশনঃ ডিস্ক্রিপশনে অবশ্যই আকর্ষণীয় পিকচার দিবেন টি শার্ট পরে মানুষ দারিয়ে আছে (আমি আপলোড দিয়েছি দেখেন)। এটি দেখতে আকর্ষণীয় তাই কাস্টমারকে কিনার আগ্রহ বারায়। প্রথমেই আপনার Campaign এ যান তারপর প্রতিটি Campaign এর রাইট পাশে একটি সেটিংস বাটন আছে (দ্বিতীয় অপশনটি) সেটিতে ক্লিক করুন সেটিংসে যাওয়ার পর একেবারে নিচে যান তারপর যে পিকচারটি আপনার টি শার্টটি মানাবে সেটিতে ক্লিক করুন। প্রিভিও করে নেক্সট করুন তারপর ডাউনলোড করুন তারপর ফটোশপ দিয়ে ছোট (420*420 সাইজ দিতে পারেন) করে নিন তারপর ডিস্ক্রিপশনে দিয়ে দিন। এবং ডিস্ক্রিপশনে একটি বেস্ট সেলার এর ইমেজ দিয়ে দিন ( সবার উপরে)। নিচে একটি বেস্ট সেলার এর ইমেজ লিঙ্ক দিলাম চাইলে এটি ইউজ করতে পারেন।
এবং কাস্টমার চাইলে কি কি পেমেন্ট মেথড দিয়ে বাই করতে পারবে সেটি উল্লেখ করে দিতে পারেন আর এটির জন্য আমি জিফ ইমেজ ইউজ করি নিচে লিঙ্ক দিলাম চাইলে আপনি এটি কপি করতে পারেন নিজে ব্যবহার এর জন্য ।
এক কথায় অন পেজ এসইও টা ভালোভাবে হলেই হল। অন পেজ অপ্টিমাইজ (অন পেজ বলতে টাইটেল, ডিস্ক্রিপশন, ট্যাগ,ইউ আর এল মুলত এইগুলোকেই বুঝানো হইছে) ভালোভাবে হলে আর আপনার ডিজাইন ভালো হলে আপনি অটো সেল পাবেন ইনশাআল্লাহ্‌ :)
= আরো কিছু সিক্রেট টিপস নিয়ে হাজির হব পরে :P আপনার টুইটার এর টুইটটি লক্ষ লক্ষ ফরেইন ফলোয়ার যাদের আছে তারাই রিটুইট করবে খুশি হয়ে :P এতে আপনার সেল আসতে পারে এবং স্ট্রং ব্যাকলিঙ্কও হল। আমরা জানি টুইটার এর PR (Page Rank) 10/10
তাছাড়া আরো কিছু হিডেন টিপস দিব ইনশাআল্লাহ্‌ :)
এই লিখাটি একটি পোস্ট আকারে দেয়া হইছিল কিছুদিন আগে সবার ভালো ফিডব্যাক পেলাম যাতে পোস্টটি হারিয়ে না যায় তাই ডক করে দিলাম যাতে নতুনরা এসেও ডক করে পরতে পারে :D